পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৫৯০ জনের বিশাল নিয়োগ । Bangladesh Rural Electrification Board new job circular 590 post. পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৫৯০ জন লাইন ক্রূ লেভেল -১ নিয়োগ দেওয়া হবে ।

 পসিব মানব সম্পদ পরিদপ্তর

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সদর দপ্তর ভবন,

নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯ ।


পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন ক্রূ লেভেল-১ (চুক্তিভিত্তিক) পদের নিয়োগ বিজ্ঞপ্তি ।


নং-২৭.১২.০০০০.১১৩.৫১.০১২.২৩-১০২৫


বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমুহে লাইন ক্রূ লেভেল-১ (চুক্তিভিত্তিক) পদে লোকবল নিয়োগের নিমিত্ত উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী পুরুষ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্থে পুরণকৃত দরখাস্ত আহবান করা যাচ্ছে । পদের পাশে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা উল্লেখ করা হলোঃ- 


পদের নামঃ- লাইন ক্রূ লেভেল-১ (চুক্তিভিত্তিক)

বেতনঃ- ২৫০০০/- সর্বসাকুল্যে ।

শূন্য পদের সংখ্যাঃ- ৫৯০ (পাচঁশত নব্বই) টি । নিয়োগ প্রদানকালীন এ সংখ্যা কম বেশি হতে পারে ।

বয়সসীমাঃ- ০৩/০৬/২০২৩ খ্রি তারিখে বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২১ বছর হতে হবে । তবে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন মিটার রিডার কাম ম্যাসেঞ্জারদের ক্ষেত্রে বয়স ২৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য । 

শিক্ষাগত যোগ্যতাঃ- 

(ক),     এসএসসি (বিজ্ঞান) বা সমমান (বিজ্ঞান) পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫.০০ এর মধ্যে ৩.০০ সহ উত্তীর্ণ হতে হবে । বিজ্ঞান বিভাগ ব্যতীত অন্য বিভাগের প্রার্থীদের আবেদনের সুযোগ নেই । 

(খ),     পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত মিটার রিডার কাম ম্যাসেঞ্জারগনের মধ্যে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ প্রার্থীগন আবেদন করতে পারবেন । 

শারীরিক যোগ্যতাঃ- 

ক.     অবশ্যই সু-স্বাস্থোর অধিকারী হতে হবে । কঠোর পরিশ্রমসহ বৈদ্যুতিক খুটি ও স্থাপনায় উটা-নামায় সক্ষমতা থাকতে হবে । 

খ.     অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে ।

গ.     কাজের মাধ্যমে শিক্ষণ এর আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে ।

ঘ.     অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন নূন্যতম ১১০ পাউন্ড  এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম ৩২ ইঞ্চি হতে হবে । 

ঙ.     ৭ মিনিটে ১ মাইল মিনি-ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বার এ বিরতিহীনভাবে পর পর ন্যূনতম ৫ (পাচঁ) বার বুক পর্যন্ত উঠা-নামায় সক্ষম হতে হবে । 

চ.     বিদ্যালয়ে শরীর চর্চা বিষয়ক ক্রীড়া কর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে । 


শর্তাবলীঃ-

০১.    নির্ধারিত আবেদন ফরম (ফরম-১) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর ওয়েব সাইট (www.reb.gov.bd) অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েব সাইটে এর ঠিকানা সংশ্লিষ্ট সমিতি হতে সংগ্রহ করা যেতে পারে । ডাওনলোড করে সংগ্রহ করতে হবে (পুরণযোগ্য প্রবেশপত্রসহ) । আবেদন ফরম A4 সাইজের কাগজে হতে হবে । আবেদন ফরমটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে ।

০২.     নির্ধারিত আবেদন ফরম (ফরম-১) ব্যতীত অন্য কোনো আবেদন ফরম-এ আবেদন করলে আবেদন বাতিল বলে গন্য হবে । 

০৩.     অসম্পুর্ণ আবেদনপত্র তথ্য নির্ধারিত আবেদনপত্রটি যথাযতভাবে পুরণ করা না হলে বা আংশিক পুরণ করা হলে বা ভূল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যে কোনো গড়মিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়ার অর্থাৎ শারীরিক পরীক্ষা/লিখিত পুর্বে বা পরে যে কোন পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে । যদি কোন প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোন অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে । 

০৪.     লাইন ক্রূ লেভেল-১ (চুক্তিভিত্তিক) পদে চাকুরীতে যোগদানের সময় ১০,০০০ (দশ হাজার) টাকা নিরাপত্তা জামানত হিসেবে জমা দিতে হবে যা সন্তোষজনক চুক্তি সমাপনান্তে সমিতি কর্তৃক নির্ধারিত হারে মুনাফা সহ ফেরত দেওয়া হবে ।  

০৫.     আবেদন পত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পরীক্ষায় মূল/সাময়িক সনদপত্র মার্কশীট/ প্রশংসাপত্র গ্রহনযোগ্য নয় ) এর ফটোকপি, নাগরিকত্ব সনদ এর ফটোকপি ও সদ্যতোলা ৪ কপি পাসপোর্ট আকারের ছবি ১ম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে । এবং ১০০/- টাকা মূল্যমানের ক্রূসড পোস্টাল অর্ডার/ ব্যাংক ড্রাফট সিনিয়র জেনারেল ম্যানেজার/জেনারেল ম্যানেজার, (ক্রমিক নং ১৩ এ উল্লিখিত নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি) এর অনুকূলে সংযুক্ত করতে হবে । 

০৬.     কেবলমাত্র শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহনের জন্য ডাকা হবে ।

০৭.     প্রার্থী কর্তৃক প্রদত্ত তার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলাসহ আবেদন পত্রে প্রদত্ত অন্যান্য যে কোনো তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতিপূর্ণ প্রমাণিত হলে তার প্রার্থীতা বাতিল করা হবে । এরুপ অসত্য ও উদ্দেশ্যমূলক তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলেও পরবর্তী যেকোনো সময় বিষয়টি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড/পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের নজরে আসলে তাকে চাকুরী হতে বিনা নোটিশে বহিষ্কার করা হবে । এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা কর া হবে ।

০৮.     এ ধরনের চুক্তিভিত্তিক লাইন ক্রূ নিয়োগের বিপরীতে বছর বছর চুক্তি সাপেক্ষে একটি পবিসে সর্বোচ্চ ৯ টি চুক্তির মেয়াদ পর্যন্ত চাকুরি করতে পারবেন এবং লাইন ক্রূ গনের চাকুরি কখনই কোন ক্রমেই নিয়মিত হবে না । ৯ম চুক্তি সমাপনান্তে অভিজ্ঞতা ও সন্তোষজনক কর্মমূল্যায়ন প্রতিবেদনের ভিত্তিতে অন্য পবিসে নিয়োগ প্রদান করা যেতে পারে এবং চাকুরিতে বেতন ধাপ অক্ষুন্ন থাকবে । 

০৯.     কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করেন । 

১০.     নিয়োগপ্রাপ্ত চুক্তিভিত্তিক লাইন ক্রূ-গনকে নিজ জেলা ও নিজ সমিতির ভৌগলিক এলাকা ব্যতীত যে কোন পল্লী বিদ্যুৎ সমিতিতে পদায়ন করা হবে । নিয়োগপ্রাপ্ত চুক্তিভিত্তিক লাইন ক্রূ গন ৪৫ (পয়তাল্লিশ) বছর বয়স পর্যন্ত চাকুরি করতে পারবেন । 

১১.      শারীরিক পরীক্ষায় অংশগ্রহনের সময়ে শিক্ষাগত যোগ্যতার মূল কপি প্রদর্শন করতে হবে । 


১২.     শারীরিক পরীক্ষায় অংশগ্রহনের জন্য আবেদনকারীদের উপস্থিতির সময়, তারিখ ও আবেদনপত্রসহ উপস্থিতির স্থানঃ- 

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৫৯০ জনের বিশাল নিয়োগ । Bangladesh Rural Electrification Board new job circular 590 post. পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৫৯০ জন লাইন ক্রূ লেভেল -১ নিয়োগ দেওয়া হবে ।

১৩.     নিম্ন বর্ণিত তথ্য অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পার্শে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে স্বহস্থে পূরণকৃত আবেদনপত্র ও চাহিত কগজপত্রাদিসহ সকাল ৯:০০ ঘটিকায় উপস্থিত হবেনঃ- 


  1. ঢাকা = ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১, পলাশবাড়ী, নবীনগর, ঢাকা ।
  2. মানিকগঞ্জ = মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, বাগজান, মুলজান, মানিকগঞ্জ ।
  3. টাংগাইল = টাংগাইল পল্লী বিদ্যুৎ সমিতি, আশেকপুর, টাংগাইল ।
  4. জামালপুর = জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি, বেলটিয়া, জামালপুর ।
  5. শেরপুর = শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, ভাতশাল শেরপুর ।
  6. ময়মনসিংহ = ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১, মুক্তাগাছা ময়মনসিংহ ।
  7. নেত্রকোনা = নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, রাজেন্দ্রপুর, চল্লিশা, নেত্রকোনা ।
  8. কিশোরগঞ্জ = কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, মুকসেদপুর, কিশোরগঞ্জ ।
  9. গাজীপুর = গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, চান্দনা, গাজীপুর ।
  10. নরসিংদী = নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১, মাধবদী, নরসিংদী ।
  11. নারায়ণগঞ্জ = নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১, চেঙ্গাইন, সোনারগাঁও, নারায়ণগঞ্জ ।
  12. মুন্সীগঞ্জ = মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, সিপাহীপাড়া, মুন্সীগঞ্জ ।
  13. রাজবাড়ি = রাজবাড়ি পল্লী বিদ্যুৎ সমিতি, চরবাগমারা, রাজবাড়ি ।
  14. ফরিদপুর = ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি, কানাইপুর, ফরিদপুর  ।
  15. পোপালগঞ্জ = পোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, কারারগাতী, পোপালগঞ্জ।
  16. মাদারীপুর = মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, মুস্তফাপুর, মাদারীপুর।
  17. শরীয়তপুর = শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি, নড়বালাখানা, শরীয়তপুর । 
  18. বরিশাল = বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২, রহমতপুর (ক্যাডেট কলেজ), বরিশাল । 
  19. ভোলা = ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি, বাংলা বাজার, ভোলা । 
  20. পটুয়াখালী = পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, কালিকাপুর, পটুয়াখালী । 
  21. বরগুনা = পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, কালিকাপুর, পটুয়াখালী । 
  22. পিরোজপুর = পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি, মরিচাল, হলারহাট, পিরোজপুর । 
  23. ঝালকাঠি = ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি, প্রতাপ, নলছিটি, ঝালকাঠি । 
  24. কুষ্টিয়া = কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, বারখাদা, কুষ্টিয়া । 
  25. মেহেরপুর = মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, মেহেরপুর ।
  26. চুয়াডাঙ্গা = মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, মেহেরপুর ।
  27. ঝিনাইদহ = ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি, রাউতাইল, ঝিনাইদহ ।
  28. মাগুরা = মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি, পারনান্দুয়ালী, মাগুরা ।
  29. নড়াইল = যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২, মনিরামপুর, যশোর ।
  30. যশোর = যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২, মনিরামপুর, যশোর ।
  31. সাতক্ষীরা = সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি, পাটকেলঘাটা, সাতক্ষীরা ।
  32. খুলনা = খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি, ঠিকরবন্দ, খুলনা ।
  33. বাগেরহাট = বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি, পোলঘঅট, মগরাহাট, বাগেরহাট ।
  34. পঞ্চগড় = ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি, জগন্নাথপুর, ঠাকুরগাঁও ।
  35. ঠাকুরগাঁও = ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি, জগন্নাথপুর, ঠাকুরগাঁও ।
  36. দিনাজপুর = দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, ফুলবাড়ি, বিরামপুর, দিনাজপুর ।
  37. নীলফামারী = নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি, সুটিপাড়া, নীলফামারী ।
  38. লালমনিরহাট = কুড়িগ্রাম লালমনিরহাট  পল্লী বিদ্যুৎ সমিতি, মুক্তারামপুর (ত্রিমোহনী), কুড়িগ্রাম ।
  39. কুড়িগ্রাম = কুড়িগ্রাম লালমনিরহাট  পল্লী বিদ্যুৎ সমিতি, মুক্তারামপুর (ত্রিমোহনী), কুড়িগ্রাম ।
  40. রংপুর = রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, শঠিবাড়ী, রংপুর ।
  41. গাইবান্ধা = গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি, তুলসীঘাট, গাইবান্ধা ।
  42. জয়পুরহাট = জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি, সদর রোড, জয়পুরহাট ।
  43. নওগাঁ = নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১, চকবিরাম, নওগাঁ ।
  44. বগুড়া = বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১, ছিলিমপুর, বগুড়া  ।
  45. সিরাজগঞ্জ = সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১, উল্লাপাড়া আর/এস, সিরাজগঞ্জ ।
  46. পাবনা = পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১, চাটমোহর, পাবনা ।
  47. নাটোর = নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২, বনপাড়া, নাটোর ।
  48. রাজশাহী = রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি, নওহাটা, রাজশাহী ।
  49. চাঁপাইনবাবগঞ্জ = চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, নয়াগোলা, চাঁপাইনবাবগঞ্জ ।
  50. সুনামগঞ্জ = সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, ওয়েজখালী, সুনামগঞ্জ ।
  51. সিলেট = সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১, গোটাটিকর, কদমতলি, সিলেট।
  52. মৌলভীবাজার = মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ।
  53. হবিগঞ্জ = হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ।
  54. ব্রাহ্মণবাড়িয়া = ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি, দক্ষিন সুহিলপুর, ব্রাহ্মণবাড়িয়া ।
  55. কুমিল্লা = কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, চান্দিনা, কুমিল্লা ।
  56. চাঁদপুর = চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, হাজীগঞ্জ, চাঁদপুর ।
  57. লক্ষীপুর = লক্ষীপুর পল্লী বিদ্যুৎ সমিতি, লক্ষীপুর ।
  58. নোয়াখালী = নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, বেগমগঞ্জ, নোয়াখালী।
  59. ফেনী = ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি, মহিপাল, ফেনী ।
  60. চট্রগ্রাম = চট্রগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১, পটিয়া, চট্রগ্রাম ।
  61. খাগড়াছড়ি = চট্রগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২, রাউজান, চট্রগ্রাম ।
  62. রাঙ্গামাটি = চট্রগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২, রাউজান, চট্রগ্রাম ।
  63. বান্দরবান = চট্রগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১, পটিয়া, চট্রগ্রাম ।
  64. কক্সবাজার = কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি, ঝিলংজা, কক্সবাজার ।


বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে দেখতেে এখানে ক্লিক করুন ।



সম্পুর্ণ বিজ্ঞপ্তি, আবেদন পত্র ইত্যাদি আপনাদের সুবিধার্তে নিচে দিলাম । 


পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৫৯০ জনের বিশাল নিয়োগ । Bangladesh Rural Electrification Board new job circular 590 post. পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৫৯০ জন লাইন ক্রূ লেভেল -১ নিয়োগ দেওয়া হবে ।





Tags:- পল্লী বিদ্যুতায়নে৫৯০ জন লাইন ক্রূ, পল্লী বিদ্যুৎ লাইনম্যান বেতন,টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২২ সার্কুলার,পল্লী বিদ্যুৎ মিটার রিডার নিয়োগ 2023, পল্লী বিদ্যুৎ লাইনম্যান নিয়োগ, গাইবান্ধা পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২২ সার্কুলার, পল্লী বিদ্যুৎ সমিতি কি ধরনের প্রতিষ্ঠান, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২২ সার্কুলার, পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৩ সার্কুলার, পল্লী-বিদ্যুৎ-সমিতিসমূহে-লাইন-ক্রু--লেভেল-১-চুক্তিভিত্তিক, পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৫৯০ জনের চাকরি, আবেদন ফি ১০০ টাকা, লাইন ক্রু লেভেল-১ পদে ৫৯০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুৎ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৫৯০ জনের চাকরি, ৫৯০ লাইন ক্রু নেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৫৯০ জনের নিয়োগ, পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৩ সার্কুলার | ৫৯০ লাইন ক্রু পদে চাকরি, পল্লী বিদ্যুৎ সমিতিতে এক পদে প্রায় ৫৯০ জনের চাকরির সুযোগ, পল্লী বিদ্যুৎ সমিতি নেবে ৫৯০ জন, আবেদন ফি ১০০ টাকা, পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৩ সার্কুলার, পল্লী, বিদ্যুৎ নিয়োগ ২০২২ সার্কুলার, পল্লী বিদ্যুৎ নিয়োগ 2023, রংপুর পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৩ সার্কুলার, টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২২ সার্কুলার, পল্লী বিদ্যুৎ লাইনম্যান নিয়োগ, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২২ সার্কুলার, নওগাঁ পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২২ সার্কুলার, নিয়োগ বিজ্ঞপ্তি - ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি, পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৩ সার্কুলার | এসএসসি পাসে ৫৯০ পদে, পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ PBS Job, পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২৩ সার্কুলার-palli bidyut job, বিভিন্ন পদে পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ, পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৩ সার্কুলার Palli Bidyut Samity Job, পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৩ সার্কুলার, চাঁপাইনবাবগঞ্জ পবিসে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি মিটার রিডার, 


পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৫৯০ জনের বিশাল নিয়োগ । Bangladesh Rural Electrification Board new job circular 590 post. পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৫৯০ জন লাইন ক্রূ লেভেল -১ নিয়োগ দেওয়া হবে ।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৫৯০ জনের বিশাল নিয়োগ । Bangladesh Rural Electrification Board new job circular 590 post. পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৫৯০ জন লাইন ক্রূ লেভেল -১ নিয়োগ দেওয়া হবে ।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৫৯০ জনের বিশাল নিয়োগ । Bangladesh Rural Electrification Board new job circular 590 post. পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৫৯০ জন লাইন ক্রূ লেভেল -১ নিয়োগ দেওয়া হবে ।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৫৯০ জনের বিশাল নিয়োগ । Bangladesh Rural Electrification Board new job circular 590 post. পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৫৯০ জন লাইন ক্রূ লেভেল -১ নিয়োগ দেওয়া হবে ।




Tags:- Bangladesh rural electrification board new job circular 590 post pdf, Bangladesh rural electrification board new job circular 590 post online, Bangladesh rural electrification board new job circular 590 post date, Bangladesh rural electrification board new job circular 590 post 2020, breb.teletalk.com.bd online application, brebr.teletalk.com.bd job circular, brebr.teletalk.com.bd admit card, brebr circular, Palli Bidyut Job Circular 2023: All You Need to Know, BREB Job Circular 2023 নতুন নিয়োগ, Bangladesh Rural Electrification Board Job, BREB Line Crew Job Circular 2023, BREB Job Circular 2023 - brebhr.teletalk.com.bd Apply, BREB Job Circular 2023 – www.breb.gov.bd, BREB Job Circular 2023-590 Vacancies » Web insights, BREB Job Circular 2023 - BD Job News, BREB Job Circular 2023- 590 Vacancies, BREB Job Circular 2023- 590 Vacancies (Interview Date 03 june 2023,

Post a Comment

Previous Post Next Post