১৫০৫ জনের বিশাল নিয়োগ বাংলাদেশ রেলওয়ে । গেইটকিপার/গেইটম্যান এর ১৫০৫ জনের চাকরি দিবে বাংলাদেশ রেলওয়ে । BanglaDesh Railway a large job circular for 1505 gateman

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মহাপরিচালকের কার্যালয়

প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) এর দপ্তর

বাংলাদেশ রেলওয়ে 

রেলভবন, ঢাকা ।

নং-৫৪.০১.০০০০.৫০১.০১.০১১.২৩-০৬

নিয়োগ বিজ্ঞপ্তি 

বাংলাদেশ রেলওয়ের নিম্নবর্ণিত রাজস্বখাতভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্ত শর্তসাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে আবেদন আহবান করা যাচ্ছে: 


পদের নামঃ- গেইটকিপার/গেইটম্যান

পদ সংখ্যাঃ- ১৫০৫ (পনের শত পাঁচ) টি 

বেতন স্কেলঃ- ৮,২৫০-২০,০১০ টাকা 

গ্রেডঃ- ২০ তম

শিক্ষাগত যোগ্যতাঃ- কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যূন এস,এস.সি বা সমমানের পরিক্ষায় উত্তীর্ণ ।

যে জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেনঃ- সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেন । 


আবেদনকারীদের নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই পালন/অনুসরণ করতে হবেঃ-

ক.     আবেদনকারীদের আবশ্যিকভাবে কমপক্ষে ২ (দুই) বছর বাংলাদেশ রেলওয়ের প্রকল্পে গেইটকিপার/গেইটম্যান হিসাবে চাকুরির অভিজ্ঞতা থাকতে হবে । যথাযথ প্রক্রিয়ায় নিয়োগের মাধ্যমে চাকুরিকালীন সময় নিরবিছিন্ন হতে হবে । আবেদনপত্রের সাথে অভিজ্ঞতার সনদ এবং যথাযত প্রমাণক দাখিল করতে হবে যা মহাব্যবস্থাপক (পূর্ব/পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে কর্তৃক প্রত্যায়িত হতে হবে অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে । 

খ.    সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে চাকুরীতে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর । বীর মুক্তিযোদ্ধা/শহিদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর হতে হবে । তবে রেলওয়ের প্রকল্পে গেইটকিপার/গেইটম্যান হিসাবে কমপক্ষে ২ (দুই) চাকুরির/কাজের অভিজ্ঞতা সম্পন্ন আবেদনকারীদের ক্ষেত্রে বয়স শিতিলযোগ্য । বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেফিট গ্রহনযোগ্য নয় । সকল আবেদনের ক্ষেত্রে ধারা ‘ক’ এর শর্ত প্রযোজ্য হবে ।

গ.    প্রার্থীদের স্বহস্তে নির্দিষ্ট আবেদন ফরমে আবেদন করতে হবে । আবেদন ফরম বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (www.railway.gov.bd) থেকে ডাওনলোড করা যাবে ।

ঘ.     প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় যথাযথ ঘরে াটক চিহ্ন দিতে হবে । প্রযোজ্য  ক্ষেত্রে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূলকপি জমা দিতে হবে । 

ঙ.    নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান ও কোটা পদ্ধতি এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে ।

চ.    আবেদনের সময় প্রার্থীর সকল সনদ পত্রের একসেট সত্যায়িত কপি জমা দিতে হবে । এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি এবং আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা অথবা বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা অথবা পুত্র/কন্যার পুত্র/কন্যা হলে প্রমাণকের পক্ষে মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিল/পৌরসভার মেয়র কর্তৃক মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা এবং পুত্র/কন্যার পুত্র/কন্যা মর্মে প্রদত্ত সনদের মূল কপি জমা দিতে হবে । মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটার দাবীর সমর্থনে যথাযত কর্তৃপক্ষ প্রদত্ত সনদ/প্রমান পত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে । 

ছ. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহনের সময় আবেদন পত্রের সাথে সংযুক্ত সকল সনদপত্রের একসেট মূল কপি মৌখিক পরীক্ষা বোর্ডে প্রদর্শন করতে হবে । 

জ.    প্রার্থী রেলওয়ে কর্মচারীর পোষ্য [বাংলাদেশ রেলওয়ের স্থায়ী পদে অন্যূন ২০ (বিশ) বছর চাকুরি সম্পন্ন হয়েছে এরুপ কর্মরত বা অবসরপ্রাপ্ত (জীবিত বা মৃত) কর্মচারির সন্তান ও বিধবা স্ত্রী পোষ্য হিসেবে গন্য হবে] হলে আবেদনের সময় নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত ও বিভাগিয় প্রধান কর্তৃক স্বাক্ষরিত ও বিভাগীয় প্রধান কর্তৃক প্রতিস্বাক্ষরিত প্রত্যয়নপত্র দাখিল করতে হবে । পোষ্য সংক্রান্ত আবেদন ফরম বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট (www.railway.gov.bd) থেকে ডাওনলোড করা যাবে ।

ঝ.    আবেদনের সাথে পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ে এর অনুকূলে ‘এ চালান’ পদ্ধতিতে নম্বর- ১৫১০৩০১১৩২২৬৭-১১০০০০০০০-১১০০১০০০-১৪২২৩২৬ কোডে কোন তফসিলভুক্ত ব্যাংকের যে কোন শাখায় জমা প্রদান করা যাবে । আবেদন পত্রের সাথে চালানের মূল কপি সংযুক্ত করতে হবে । চালানের মূলকপি ব্যতীত কোনো আবেদন পত্র বৈধ বলে গন্য হবে না । 

ঞ.    কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল/সংশোধন করার অধিকার সংরক্ষন করেন । 

ট.     নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে । অসম্পূর্ণ আবেদন পত্র সরাসরি বাতিল বলে গন্য হবে ।

ঠ.     লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না ।

ড.    পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্য বিধি মেনে পরীক্ষায় অংশগ্রহন করতে হবে ।

ঢ.     আবেদনকারী কর্তৃক স্বহস্তে পূরনকৃত আবেদনপত্র আগামী ১৪/০৫/২০২৩ হতে ৩১/০৫/২০২৩ তারিখের মধ্যে রেজিস্ট্রি ডাকযোগে অথবা স্বহস্তে (বেনু রঞ্জন সরকার, প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) এবং আহবায়ক বিভাগীয় নির্বাচন কমিটি, কক্ষ নং-৬০১, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা অথবা মোঃ ময়েনুল ইসলাম, উপ-প্রধান পরিকল্পনা কর্মকর্তা এবং সদস্য সচিব, বিভাগীয় নির্বাচন কমিটি. কক্ষ নং ৩০৪, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা ) বরাবর প্রেরণ করতে হবে । 

ণ.     নিয়োগ সংক্রান্ত সকল তথ্য রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশ কর হবে ।

ত.     এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে । 


(বি:দ্র: বাংলাদেশ রেলওয়ের নিয়োগ কার্যক্রম সমপূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হয় । তাই দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে প্রলুব্ধ হয়ে কোনো প্রকার অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো) । 


বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে এখানে ক্লিক করুন ।


১৫০৫ জনের বিশাল নিয়োগ বাংলাদেশ রেলওয়ে । গেইটকিপার/গেইটম্যান এর ১৫০৫ জনের চাকরি দিবে বাংলাদেশ রেলওয়ে । BanglaDesh Railway a large job circular for 1505 gateman

১৫০৫ জনের বিশাল নিয়োগ বাংলাদেশ রেলওয়ে । গেইটকিপার/গেইটম্যান এর ১৫০৫ জনের চাকরি দিবে বাংলাদেশ রেলওয়ে । BanglaDesh Railway a large job circular for 1505 gateman

আবেদন ফরম


১৫০৫ জনের বিশাল নিয়োগ বাংলাদেশ রেলওয়ে । গেইটকিপার/গেইটম্যান এর ১৫০৫ জনের চাকরি দিবে বাংলাদেশ রেলওয়ে । BanglaDesh Railway a large job circular for 1505 gateman

১৫০৫ জনের বিশাল নিয়োগ বাংলাদেশ রেলওয়ে । গেইটকিপার/গেইটম্যান এর ১৫০৫ জনের চাকরি দিবে বাংলাদেশ রেলওয়ে । BanglaDesh Railway a large job circular for 1505 gateman

১৫০৫ জনের বিশাল নিয়োগ বাংলাদেশ রেলওয়ে । গেইটকিপার/গেইটম্যান এর ১৫০৫ জনের চাকরি দিবে বাংলাদেশ রেলওয়ে । BanglaDesh Railway a large job circular for 1505 gateman



১৫০৫ জনের বিশাল নিয়োগ বাংলাদেশ রেলওয়ে । 

গেইটকিপার/গেইটম্যান এর ১৫০৫ জনের চাকরি দিবে বাংলাদেশ রেলওয়ে ।

 BanglaDesh Railway a large job circular for 1505 gateman



Tags:- বাংলাদেশ রেলওয়ে নিয়োগ 2023, বাংলাদেশ মেট্রো রেলওয়ে নিয়োগ ২০২৩, বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২৩ সার্কুলার, বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২৩ টিকিট কালেক্টর, রেলওয়ে নিয়োগ পরীক্ষার সময়সূচী, রেলওয়ে নিয়োগ ২০২২ গেইট কিপার, রেলওয়ে পুলিশ নিয়োগ ২০২৩, বাংলাদেশ রেলওয়ে আপডেট খবর, এসএসসি পাসে রেলওয়েতে বিশাল নিয়োগ, নেবে ১৫০৫ জন, বাংলাদেশ রেলওয়েতে বিশাল নিয়োগ, নেবে ১৫০৫ জন, এসএসসি পাসে রেলওয়েতে চাকরির সুযোগ, বিশাল নিয়োগ, এসএসসি পাসে রেলওয়েতে বিশাল নিয়োগ, আবেদন করেছেন কি, রেলওয়েতে বড় নিয়োগ, পদ ১৫০৫, রেলওয়ে নিয়োগ ২০২৩ - এসএসসি পাশে ১৫০৫ পদে রেলওয়ে গেইটকিপার, বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ (১৫০৫ টি পদের, বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-১৫০৫ জনকে নিয়োগ দেবে, Job aloy - 1505 পদে রেলওয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 2023, Bangladesh railway a large job circular for 1505 gateman salar, Bangladesh railway a large job circular for 1505 gateman online, railway job circular 2023, bangladesh railway job circular 2023, bangladesh railway all post name, বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২৩, bangladesh railway circular, railway job circular 2023 apply online, Railway Job Circular 2023 - http://br.teletalk.com.bd Online, Bangladesh Railway Job Circular 2023 ! www.railway.gov.bd, Bangladesh Railway Job Circular 2023, Bangladesh Railway Job Circular রেলওয়েতে ১৫০৫টি পদে, Bangladesh Railway Gatekepper/ Gateman Job Circular 2023, Bangladesh Railway Gateman Job Circular 2023, Bangladesh Railway Job Circular 2023 নতুন নিয়োগ.


Post a Comment

Previous Post Next Post