সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ,

 অর্থ মন্ত্রণালয়

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পূর্ণমান: ৭০ সময়: ৯০ মিনিট, পরীক্ষার তারিখ: ০৩ জুন ২০২৩ খ্রি.



১. ভাব সম্প্রসারণ লিখুন: “বই কিনে কেউ দেওলিয়া হয় না” ৫

১ উত্তরঃ- জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব । একবিংশ শতাব্দির বিশ্বে আমাদের টিকে থাকতে হলে জ্ঞানার্জনের কোনো বিকল্প নেই । আর জ্ঞানার্জনের অন্যতম প্রধান শর্ত হলো বই পড়া । বই জ্ঞানের আধার, চির যৌবনা, চির অমলিন আনন্দের উৎস । কবি ওমর খৈয়ম স্বর্গে নিয়ে যাওয়ার যে উপকরণ তালিকা প্রস্তত করেছিলেন সে তালিকায় বই ছিল অন্যতম । দার্শনিক টলস্টয় বলেছেন, জীবনে তিনটি বস্তুই বিশেষভাবে প্রয়োজন তা হচ্ছে বই, বই এবং বই । ’রাজা স্বদেশে পূজিত বিদ্বান পূজিত সর্বত্র’ এ বাক্যটি চিরসত্য । একজন জ্ঞানী লোক সর্বত্রই সম্মানিত । সুতরাং জ্ঞানার্জন করতে হলে অবশ্যই বই পড়তে হবে । আর এই জন্য মহান মনীষী ও লিভার গোল্ড স্মিথ বইয়ের গুরুত্ব চিত্রায়িত করতে গিয়ে বলেছেন, উৎকৃষ্ট কিছু বই বেছে রেখ এই বই হবে তোমার জীবনের নিত্য সহচর । কিন্তু আজকের মোবাইল আর ইন্টারনেটের যুগের ছেলেমেয়েরা বই যেন পড়তে চাইনা । খুব কম ছেলে মেয়ে পাওয়া যাবে যে তারা বেশ কিছু বইয়ের নাম বলতে পারবে । মানবজীবনের শ্রেষ্ঠ সম্পদ হলো বই । কারণ বই হচ্ছে দুটি মলাটে আবদ্ধ জ্ঞানের আলো । মানবজীবনকে বিকাশিত করার জন্য বইয়ের কোনো বিকল্প নেই । যে বই পড়ে না তার মধ্যে মনুষত্ব ও জন্ম নেই না । বই পড়ে জ্ঞানী হওয়ার পড়ে ও অনেকে কান্ড জ্ঞানহীনদের মতন কথা বলে । স্টেফেন প্রসন বলেন, ‘‘যে একটি ভালো বই পাওয়া সত্ত্বেও পড়ে না এবং একটি প্রস্ফুটিত ফুলকে ছিড়ে ফেলে তার মত বোকা আর নেই’’ প্রমথ চৌধুরী বলেন, বই কিনে কেউ দেউলিয়া হয় না, আইনের মৃত্যু হয় কিন্তু বইয়ের মৃত্যু হয় না । কারণ বই হচ্ছে মস্তিষ্কের শ্রেষ্ঠ সন্তান এবং জাতি গোষ্ঠীকে সঠিক পথে চালনার দিশারী । যে বই পড়ে শিক্ষিত হতে পারে সেই দেশ চালানোর মতন বিশাল দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখে । দেশে সুনাগরিক গড়ে তোলার প্রধান উপায় একটা আর তা হলঃ- সুলিখিত এবং সৃষ্টিশীল ও মননশীল বই । শুধু বই থাকলেই চলবে না, সেই বই পড়ে জ্ঞাণ অর্জন করে দেশ ও জাতির কল্যাণে অংশীদার হতে হবে । বই মনের জন্য একটি উন্নতমানের প্লাটফর্ম । তাই মনকে বিকশিত করার প্রতিটি নর নারির বই পড়া প্রয়োজন । বইয়ের চেয়ে উৎকৃষ্ট আসবাবপত্র পৃথিবীতে আর একটিও নাই । জর্জ ম্যাকডোনাল্ড বইয়ের মূল্যায়ন করতে গিয়ে, বলেন আমি তোকে সোনা কিংবা রুপা দেইনি কিন্তু আমি তার চেয়েও মূল্যবান জিনিস বই দিয়েছি । তাহলে বুজাগেল বই অতি মূল্যবান সম্পদ মানুষের জন্য । বই বিহীন কক্ষকে আত্নাবিহীন দেহের সঙ্গে তুলনা করা চলে । ম্যাক্সিম গোর্কি নিজেকে বইয়ের কাছে আত্নসমর্পণ করে বলেন আমার কাছে উত্তম বলে যদি কিছু থাকে তার জন্য আমি বইয়ের কাছে ঋনী । বিশাল এই পৃথিবীতে কোথায় কি আছে এই গুলোর সামান্য তথ্য জানার জন্য হলেও আপনাকে বই পড়তে হবে । তবে এখনকার মোবাইল আর ইন্টারনেটের যুগে পৃথিবী সম্পর্কে সকল তথ্য জানা একটু সহজ হয়ে গিয়েছে । তার মানে কিন্তু এই নই যে সবাই বই পড়া বন্ধ করেছে । এখনো অনেকে বই পড়ে, যার কারণে আমাদের এই সোনার বাংলাদেশে এখনো একুশে বই মেলা অনুষ্ঠিত হয় । বিখ্যাত লেখক L.S Jasf ``Where ever there is civilization the must be books'' অর্থাৎ যেখানে সভ্যতার পদচারণা সেখানে অবশ্যই বই । বই শুধু মাত্র জ্ঞানার্জনের উপায় নই ।
বই নির্মল সুন্দর । আনন্দময় অনুভূতিতে চিত্তকে আলোড়িত করে । তাই পড়ার আনন্দ সম্পর্কে কবি ওমর খৈয়ম লিখেছেন রুটি মদ ফুুরিয়ে যাবে প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু বই খানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয় । সুষম খাদ্য যেমন মানুষের স্বাস্থ্যের বিকাশ ঘটায় তেমনি মনের বিকাশ ঘটায় বই । মানুষ মানুষের শত্রু হতে পারে কিন্তু বই কখনো মানুষের সাথে শত্রুতা বা প্রতারণা অথবা আঘাত করতে পারে না । এজন্যই বলা হয় বই মানবজীবনের সর্বোত্তম সঙ্গী । প্রবাদে আছে যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতির ধনের ভান্ডার শূন্য । তাই বেশি বেশি বই পড়ে জ্ঞান আহরন করতে হবে । বই কিনে নিজে পড়তে হবে এবং আশেপাশের অন্য বন্ধু বান্ধবী আত্বীয় স্বজনকে বই উপহার দিতে হবে, কারণ বই কিনে কেই দেউলিয়া হয়না ।
২. ণ-ত্ব বিধান কী? ণ-ত্ব বিধানের উদাহরণসহ দুটি নিয়ম লিখুন।

২ উত্তরঃ- তৎসম শব্দে ণ এর ব্যবহারের বিধানকে ণ-ত্ব বিধান বলে ।


ক)     ট, ঠ, ড, ঢ এর সাথে যুক্ত বর্ণে ণ বসে ।

ঘণ্ট, ঘণ্টিকা, নির্ঘণ্ট, নিষ্কণ্টক, বণ্টন, বণ্টিত, অকুণ্ঠ, অকুণ্ঠিত, অবগুণ্ঠণ, আকণ্ঠ, উৎকণ্ঠ, কণ্ঠনালী, কল্কহার ইত্যাদি ।

খ)    তৎসম শব্দে ঋ, র, ষ এর পরে ণ বসে ।

অরণ্য, উদাহরণ, কিরণ, জাগরণ,ত্বরণ, প্রচারণা, ভরণ, সন্তরণ, অরুণ, দারুণ, প্রতারণা, বরুণ, উচ্চারণ, প্রেরণ, পূরণ, স্মরণ, আচরণ, চারণ, করনীয়, পুরাণ, বিতরণ, হরিণ, সংস্করণ ।
৩. সন্ধি বিচ্ছেদ করুন: ৫
সদানন্দ = সদা + আনন্দ চতুরঙ্গ = চতুঃ + অঙ্গ মার্তণ্ড = মার্ত + অন্ড পতঞ্জলি = পতৎ + অঞ্জলি তৃষ্ণার্ত = তৃষ্ণা + ঋত
৪. অর্থ সহ বাক্য লিখুন। ৫
ঘন্টাগরুড় (অকর্মণ্য লোক): মাহিনের মত ঘন্টাগরুড় লোক দ্বারা এ কাজ হবে না।
কেবলা হাকিম (অনভিজ্ঞ): আতিকের মত কেবলা হাকিম কী হিসাব করবে?
গৌরিদান (বাল্যবিবাহ): করোনার প্রকোপে গৌরিদান বৃদ্ধি পেয়েছে।
মনিকাঞ্চন যোগ (উপযুক্ত ‍মিলন) : রিমি আর মিমির মধ্যে একদম মনিকাঞ্চন যোগ আছে।
বিড়াল তপস্বী (ভন্ড): হাজারী সাহেব বিড়াল তপস্বী মুখে এক কথা বলে মনে অন্য কাজ করে।
৫. বানান শুদ্ধ করে লিখুন
পরীপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে উর্পযুক্ত উপর্যুক্ত সারক স্মারক সুত্র সূত্র র্দুঘটনা দুর্ঘটনা
6. Write a paragraph on Padma Bridge.

Answer:-

The Padma Bridge is the longest bridge in Bangladesh. Workers and engineers from different countries, including Bangladesh, worked to build the Padma Bridge. This dream bridge is the biggest project of Bangladesh which is built without any foreign aid. It is a multipurpose road-rail bridge over the Padma river. It is the world 6th largest multipurpose bridge. The Padma Bridge is 122th longest bridge in the south Asian Region. The construction was started on 7 December 2014 and completed by may 2022. Although it was supposed to be built in 5 years , it took eight years to complete. The Bridge has been opened for the peoples by Honorable Prime Minister, Sheikh Hasina on June 25 of 202. First, Hon'ble Prime Minister Sheikh Hasina crossed the Padma Bridge. The length of bridge is 6.15 km and width 18.10 m. It contains a four-lane highway on the upper level. The railway bridge is not yet operational. The total number of spans of the bridge is 41 and the erection of 42 supports for connecting both banks. Each of the span is 150 meters long and weighing 3140 tons. It is a bunch bridge. The main raw material of the bridge paragraph It will bring a revolutionary change in the life of south-west residential peoples and it will connect 22 districts directly with the capital. It saves 2 hours of the vehicles which was wasted before due to the ferry transportation system. It will play an important role in the economic sector in Bangladesh. Industrial development and Employment opportunities will be increase potentially. The Padma Bridge surely have a significant contribution to the social, economic and industrial development of the southern part of Bangladesh. The Bridge is playing an important role not only in the country but also in the regional connectivity of Asia and Southeast Asia.

7. Correct the following sentences.
a. Each of the sons followed their father’s trade. Answer: Each of the sons followed his father’s trade.
b. The rich (be) not always happy. Answer: The rich are not always happy.
c. He was a M. A. Answer: He was an M.A.
d. I prefer milk than tea. Answer: I prefer milk to tea.
e. The train is running in time. Answer: The train is running on/ to time.
8. Write the appropriate prepositions. a. He was admitted ------class VII. Answer: to
b. Take care----------your health. Answer: of
c. You can bank ----- him. Answer: upon
d. He is superior----me. Answer: to
e. You should abide------the rules of the office. Answer: by
10. Fill in the following blanks
a. The baby is innocent, isn’t ------? Answer: it
b. You had ---- go there. Answer: better
c. I used to----- early in the morning. Answer: rise
d. The girl went away----- Answer: dancing
e. He studied hard----- he might pass in the exam. Answer: so that
১১. কলার দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্বাপেক্ষা ২ টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত?

কলার দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্বাপেক্ষা ২ টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত?

১২. একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুন। ক্ষেত্রফল ৩২ বর্গমিটার হলে বড় বাহুর দৈর্ঘ্য কত?

একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুন। ক্ষেত্রফল ৩২ বর্গমিটার হলে বড় বাহুর দৈর্ঘ্য কত?

১৩. উৎপাদক বিশ্লেষণ করুন: a^2+2ab-2b-1

উৎপাদক বিশ্লেষণ করুন: a^2+2ab-2b-1

১৪. a=√3+√2 হলে, a^3+1/a^3 = কত?
a=√3+√2  হলে, a^3+1/a^3 = কত?

১৫. জাতীয় সংসদের ৫০ বছর পূর্তিতে কত তারিখে বিশেষ অধিবেশন আহবান করা হয়?
উত্তর: ৬ এপ্রিল ২০২৩
১৬. ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার কত?
উত্তর: ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
১৭. মেসোপটেমিয়া সভ্যতা কোথায় গড়ে ওঠেছিল?
উত্তর: ইরাকে
১৮. আমি হিমালয় দেখিনি, শেখ মুজিবকে দেখেছি। উক্তিটি কার? উত্তর: ফিদেল ক্যাস্ত্র
১৯. বিশ্বের প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কী? উত্তর: ENIAC (Electronic Numerical Integrator and Computer)
২০. সূক্ষ্ণ সময় মাপের যন্ত্রের নাম কী? উত্তর: ক্রোনোমিটার
২১. শেখ রাসেল দিবস কত তারিখে পালন করা হয়? উত্তর: ১৮ অক্টোবর
২২. একাত্তরের ডায়েরী কার লেখা? উত্তর: সুফিয়া কামাল
২৩. জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হয় কবে? উত্তর: ২ মার্চ ২০২৩ খ্রি.
২৪. আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় কবে? উত্তর: ১৯৬৮ সালের ৩ জানুয়ারি
২৫. SDG এর লক্ষ্যমাত্রা কয়টি? উত্তর: ১৭ টি
২৬. পার্ল হারবার কোথায়? উত্তর: প্রশান্ত মহাসাগরে
২৭. পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তর: ২৩ জুন ১৭৫৭ সালে
২৮. বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য কোন ব্যক্তির কমপক্ষে কত বছর বয়স হতে হবে? উত্তর: ৩৫ বছর
২৯. পূর্ণরূপ লিখুন:
NATO = North Atlantic Treaty Organization
INTERPOL = International Criminal Police Organization
UNCTAD = United Nations Conference on Trade and Development
CTBTO = Comprehensive Nuclear Test - Ban Treaty Organization
ASEAN = Association of the South East Asian Nations
OMR = Optical Mark Recognition/Reader.

Post a Comment

Previous Post Next Post