প্রিয় চাকরি প্রত্যাসি ভাই ও বোনেরা আসসেলামুআলাইকুম । সবার ঈদ কেমন কাটল ? আসলে যাদের ভাল বেতনের চাকরি আছে এবং চাকরি ছাড়াও যারা অন্য পেশায় এবং ভাল টাকা ইনকাম করতে পারেন তাদের ঈদ খুব ভাল কেটেছে নিশ্চত । কিন্তু যাদের এখনো চাকরি হয় নাই ঈদের আনন্দ উপভোগ করার মত টাকা পয়সা উপার্জন করতে পারেন নাই তাদের ঈদ হয়তো একটু অন্যরকম ভাবে কেটেছে । ঈদ মানে আনন্দ কিন্তু সেই আনন্দ সবার জন্য না । অনেকে আছে যাদের পর্যাপ্ত টাকা না থাকার কারনে তাদের ঈদের আনন্দ তেমন ভাল হয় না । আবার অনেকে আছে যাদের টাকা আছে কিন্তু পরিবারের সাথে ঈদের আনন্দে মেতে উটতে পারে না, কারণ তারা প্রবাসে থাকে । আবার কেউ কেউ পুলিশ, বিডিআর, আর্মি ইত্যাদি পেশায় নিয়োজিত থাকার কারণে তারা তাদের পরিবারের সাথে ঈদ করতে পারে না । আবার কিছু কিছু পেশা যেমনঃ- ব্যাংকার, টিচার, গার্মেন্টস কর্মী ইত্যাদি পেশার লোকেরা তারা খুব সহজে তাদের পরিবারের লোকের সাথে ঈদ করতে পারে । প্রতি বছর ঢাকাকে করে ফাকা প্রচুর চাকরি জীবি মানুষ গ্রামে আসে তাদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য । গত ৩০ জুন ২০২৩ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয় নাই ঈদের ছুটির কারণে । ইদের ছুটি শেষ হওয়ার পরে আমরা আবার আপনাদের জন্য চাকরির খবর পত্রিকা প্রকাশ করলাম । কর্মসংস্থান ব্যাংকে ২৫৭ জন লোক নেওয়া হবে । ১৬৫৪ জন লোক নিবে সরকারি কর্ম কমিশন সচিবালয়ে ।
সাপ্তাহিক চাকরির খবর ৭ জুলাই ২০২৩
চাকরির ডাক ০৭ জুলাই ২০২৩,