ডক্টর মোঃ আরিফ হোসেন
বৃষ্টির পাল্লা ভারী হলে,
ফসল নষ্ট হবে।
উত্তুরে ঢল নামলে বিলে,
আমন ডুববে সবে।
অভাবের সাথে লড়াই করে,
বাচতে হত ভবে।
দুপুর বেলা চাউল ভাজা,
কেউ উপোস রবে।
জাল ছাড়া ছিল যাদের,
বিলে বিলে নামে।
বড় বড় তাজা মাছ,
কে কিনবে দামে?
শাক-পাতা সিদ্ধ করলে.
বাচ্চারা না খাবে।
কাঠাল সিদ্ধ,গমের ভাতে,
উদর জ্বালা যাবে।
গরু-ছাগল হাটে নিলে,
পানির দরে লবে।
পাঁচ-দশ টাকা বাঁশের দাম,
ঝাঁড় ফাঁকা হবে।
শীতের মাঝে বৃষ্টি হলে,
কী দুর্ভোগ সে কালে!
গরু ছাগল ডাকত ক্ষুধায়,
মোরা লেপের তলে।
ভিজে বাঁশে উঠতাম দু জন,
ভাঙতাম একশ হালা।
নীচে নেমে আসি যখন,
হাত পা সব টালা।
কুদ্দুস কভু নামত বিলে,
উত্তুরে হাওয়া গিলে,
ভিজে ভিজে কাঁপতে কাঁপতে,
তাদের আহার মেলে।
Tags
Bangla Kobita