আপনারা অনেকেই আছেন যারা সরকারী চাকরির দিবেন বা দিয়েছেন । আমি আজকে তাদের উদ্দেশ্য সরকারি চাকরি সম্পর্কে কিছু কথা বলব যারা একেবারে নতুন অথবা দুই-একটা পরীক্ষা দিয়েছেন । আসলে সরকারি চাকরির পরিক্ষা আর স্কুল কলেজের পরীক্ষা সম্পূর্ণ ভিন্ন । আমি যখন জীবনে প্রথমবার সরকারী চাকরির পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন আমার কোনো প্রস্তুতি ছিল না । কারণ আমি ভেবেছিলাম স্কুল কলেজে যে সব গল্প উপন্যাস পড়েছি তার থেকে হয়ত প্রশ্ন আসবে । কিন্তু প্রশ্ন এসেছে বাংলা গ্রামার থেকে যা কখনো অইভাবে পড়া হয় নাই । ইংরেজির ক্ষেত্রে ও সেইম অবস্থা । আর গনিত এসেছে মূলত ৬ষ্ট থেকে ১০ শ্রেনীর মধ্যে । যদি লিখিত পরিক্ষা ৮০ নম্বরের হয় তখন সাধারনত (বাংলা+ইংরেজি+গনিত+সাধারণ জ্ঞান)=(২০+২০+২০+২০=৮০ থাকে) ।
আর তখন অংক থাকে ৪ টা, একটা অংক বীজগনিত, ২ টা অংক পাটিগনিত, আর একটা অংক জ্যামিতি থেকে থাকবে ।
আর বাংলায় গ্রামার যেমনঃ- কারক, বিভক্তি, সমাস, এক কথায় প্রকাশ, বীপরীত শব্দ, শুদ্ধ বানান, বাঘধারা, সন্ধি বিচ্ছেদ,। আবার কোনো ক্ষেত্রে চিটি, রচনা, সংবাদপত্রে প্রকাশের জন্য চিটি বা গন বিজ্ঞপ্তি অথবা কোনো গুনি ব্যাক্তি বা কোন কিছু সম্পর্কে ১০ লাইন লিখ ।
আর ইংরেজিতে গ্রামার অথবা অন্য কিছু যেমন প্যাসেজ থাকতে পারে ।
আর সাধারণ জ্ঞাণে কখন যে কি প্রশ্ন আসে তা বলা কঠিন । তবে সমসাময়িক বিষয় নিয়ে প্রশ্ন আসে । যেমনঃ- যখন পরিক্ষা হবে তার কিছুদিন আগে কি ঘটেছিল অইসব বিষয় নিয়ে প্রশ্ন আসতে পারে ।
তবে একথা সত্য যে দিন দিন পরিক্ষার প্রশ্ন অনেক কঠিন হচ্ছে । কখন যে কি প্রশ্ন আসে বলা মুসকিল
আমি নিচে একটা প্রশ্ন তুলে ধরেছি, যা দেখলে আপনারা কিছুটা আইডিয়া পাবেন ।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, ব্রাহ্মণবাড়িয়া ।
পৌর কর্মচারী নিয়োগ পরিক্ষা ২৭ মে ২০২৩ ।
পদের নাম : স্বাস্থ্য সহকারী/সহকারী লাইসেন্স পরিদর্শক/নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর/বিদ্যুৎ মিস্ত্রী ।
একটি প্রশ্ন দিয়ে ৪ টি পদের পরিক্ষা হয়েছে ।
সময় : ২.০০ ঘন্টা পূর্ণমান ৮০
বাংলা-২০
১। কারক ও বিভক্তি নির্ণয় করুন : (৫)
(ক) তিতাসে জল আছে ।
(খ) কাউতলি হতে সার্কিট হাউস দেখা যায় ।
(গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন ।
(ঘ) ব্রাহ্মণবাড়িয়ায় লিচু ফলে ।
(ঙ) নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ছেলেরা ফুটবল খেলে ।
২ । সমাস নির্ণয় করুন : (২.৫)
আমরা, চৌমাথা, হতশ্রী, খোশমেজাজ, কুলটা
৩। সন্ধি বিচ্ছেদ করুন : (২.৫)
বৃহস্পতি, অহরহ, শিরশ্ছেদ, দুর্যোগ, কুলটা
৪ । শুদ্ধ করে লিখুন : (২.৫)
তাহাকে কিছু বললেও দোষ, না বললেও দোষ । মুমুর্ষু অবস্থায়ও সে আমার কথা শুনবে না । এজন্য আমিও চুপ করিয়া থাকি । তার যা ইচ্ছা করুক । আমি তাকে শুধু ভালোবেসে যাবো । এটাই আমার শেষ অঙ্গীকার ।
৫ । ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ফুটপাতে হকারদের রাখা মালামাল অবিলম্ভে সরিয়ে নেয়ার জন্য পত্রিকায় প্রকাশের নিমিত্ত একখানা গন বিজ্ঞপ্তি রচনা করুন । (৭.৫)
English-20
এখানে একটি প্যারাগ্রাফ আছে বাংলাদেশের ন্যাশনাল বাজেট ২০২৩-২৪ সম্পর্কে ।
a. What is the gist of the paragraph ? (5)
b. Name the parts of speech of the following sentence Reducing, effective, core, implementation, allocation (5)
c. Write down the meaning of the following words :
Poverty, challenges, mobilitization, allocation, Performance, inequality (5)
d. What are the fundamental issues to be addressed in the coming
budget for FY 2023-2024 ? (5)
গনিত-২০
১। উৎপাদকে বিশ্লেষণ করুন :
২। মনে করুন, আপনার মাসিক বেতন 9300 টাকা । উক্ত টাকা হতে আপনি আপনার বাবামাকে প্রতি মাসে 26% টাকা দিয়ে দেন । অবশিষ্ট টাকা হতে আপনার বন্ধুকে ধার দিলেন 1882 টাকা । এরপর অবশিষ্ট টাকা যা থাকে তা হতে ব্যাংকের ডিপিএস বাবদ জমা দিলেন 37% টাকা । বাকি টাকা আপনার হাত খরচ বাবদ ব্যয় করলেন । আপনার মাসিক বেতনের কত শতাংশ হাত খরচায় ব্যয় করলেন? (৫)
৩। বার্ষিক মুনাফা 10 টাকা হতে কমে 6 টাকা হলে 4000 টাকার 4 বছরের মুনাফা কত কম হবে? (৫)
৪। প্রমান করুন যে, ত্রিভুজের যে কোনো একটি বাহু, তার অপর দুই বাহুর সমষ্টি হতে ক্ষুদ্রতর ।
সাধারণ জ্ঞান-২০
এক কথায় জবাব দিন-
- বাংলাদেশের বর্তমান মাথা পিছু আয় কত? উত্তরঃ- ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা বা ২ হাজার ৮১৪ মার্কিন ডলার।
- ভিটামিন-এ এর অভাবে কি কি রোগ হয়? উত্তরঃ- রক্ত স্বল্পতা, ত্বক শুষ্ক হয়ে
- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? উত্তরঃ- ১৮৬৮ সালে।
- ব্রাহ্মণবাড়িয়া কত সালে জেলা হয়? উত্তরঃ- ১৯৮৪ সালে
- ঢাকার দ্রাঘিমাংশ কত? উত্তরঃ- ঢাকার অক্ষাংশ ২৩°৪২′০″ উত্তর এবং দ্রাঘিমাংশ ৯০°২২′৩০″ পূর্ব (২৩°৪২′০″ উত্তর ৯০°২২′৩০″ পূর্ব)।
- বঙ্গবন্ধু স্যাটেলাইট কত তারিখে উৎক্ষেপন করা হয়? উত্তরঃ- ২০১৮ সালের ১১ মে
- মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়া কত নম্বর সেক্টরের অধীন ছিল? উত্তরঃ- ২ ও ৩ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল ।
- কচুশাক খেলে কী উপকার হয়? উত্তরঃ- ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ।
- তিতাস নদীর দৈর্ঘ্য কত? উত্তরঃ- ৯৮ কিলোমিটার ।
- উল্লাসকর দত্ত কেন বিখ্যাত? উত্তরঃ- বোমা তৈরী করার জন্য ।
- ২০২৩ সালে অদ্বৈত সাহিত্য পুরষ্কার কে পেয়েছেন? উত্তরঃ- জসিম
- অধ্যাপক হরলাল কত সালে নিহত হন? উত্তরঃ- ১৯৮৮ সালে ৮ মার্চ
- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্তমান আয়তন কত? উত্তরঃ- ১৭.৫৮ বর্গ কিলোমিটার
- পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন কর হয়? উত্তরঃ- ২০২২ সালের ২৫ জুন
- তিতাস একটি নদীর নাম কে লিখেছেন? উত্তরঃ- অদ্বৈত মল্লবর্মণ
- আগরতলা ষড়যন্ত্র মামলায় আসামী ছিলেন কয়জন? উত্তরঃ- ৩৫ জন
- কোল্লাপাথর শহীদ সমাধি সৌদে মোট কতজন শহীদের কবর রয়েছে? উত্তরঃ-
- কোভিড ভাইরাস বাংলাদেশের সর্বপ্রথম কত তারিখে সনাক্ত হয়? উত্তরঃ- ৪৮ জন
- সাউথ সাউথ পুরষ্কার পেয়েছেন কে? উত্তরঃ- শেখ হাসিনা
- ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রথম নির্বাচিত নারী মেয়রের নাম কি? উত্তরঃ- মিসেস নায়ার কবির
Tags:- Government job Question, government job questions and answers pdf, government jobs exam question papers with answers, govt job written exam question pdf, bd government jobs exam question papers with answers pdf, bangladesh bank exam questions and answers pdf, computer operator salary in government sector, computer operator exam questions and answers pdf bd, computer operator question and answer, computer operator job question pdf, computer operator written exam questions, computer operator govt job question, computer operator job question bd. কম্পিউটার অপারেটর ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হয়, নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর এর কাজ কি? অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন কত? কাম কম্পিউটার অপারেটর এর নিয়োগ পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হয়?কম্পিউটার অপারেটর নিয়োগ প্রশ্ন ও সমাধান, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রশ্ন ও সমাধান ২০২৩, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন ও সমাধান pdf 2023, অফিস সহকারী পরীক্ষার প্রশ্ন ও সমাধান pdf, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের কাজ কি?