৮১৮ জনের বিশাল নিয়োগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে । বেশি সময় নাই তারাতড়ি অনলাইনে আবেদন করুন খুব সহজে । Bangladesh Power Development Board, bpdb.

“শেখ হাসিনার উদ্যেগ, ঘরে ঘরে বিদ্যুৎ”

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
Bangladesh Power Development Board
ww.bpdb.gov.bd
কর্মচারী পরিদপ্তর
ওয়াপদা ভবন (৫তলা), মতিঝিল, বা/এ, ঢাকা-১০০০


নিয়োগ/পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি 

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড  এর অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতনস্কেল ও ভাতাদিতে রাজস্বখাতভুক্ত নিম্নবর্ণিত পদসমুহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদানের লক্ষ্যে নিম্নোক্ত শর্তাধীনে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে bpdb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহবান করা যাচ্ছে । অনলাইনে (Online) ব্যতীত কোন আবেদন গ্রহন করা হবে না:


1 পদের নামঃ- নিম্নমান হিসাব সহকারী
বেতন স্কেলঃ- ৯,৩০০-২২,৪৯০/-
পদ সংখ্যাঃ-৩০০ টি
গ্রেডঃ- ১৬ তম
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- 
(ক) উচ্চ মাধ্যমিক (বানিজ্য)
(খ) কোন পরীক্ষাতেই ২য় বিভাগ/শ্রেণি/জিপিএ ২.০ এর নিম্নে নয় । 
(গ) মাইক্রোসফট অফিস (এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়া পয়েন্ট ইত্যাদি) এর উপর অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে ।


2 পদের নামঃ- ফার্মাসিস্ট/মেডিক্যাল এ্যাসিস্টেন্ট 
বেতন স্কেলঃ- ১২৫০০-৩০,২৩০/-
পদ সংখ্যাঃ- ২৫ টি 
গ্রেডঃ- ১১ তম
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ-
(ক) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা-ইন-মেডিক্যাল টেকনোলজী/সমমান । সংশ্লিষ্ট কাজে ৩(তিন) বছরের অভিজ্ঞতা । 
(খ) কোন পরীক্ষাতেই ২য় বিভাগ/শ্রেণি/জিপিএ ২.০ এর নিম্নে নয় । 


3 পদের নামঃ- সিনিয়র স্টাফ নার্স 
বেতন স্কেলঃ- ১১,৩০০-২৭৩০০
পদ সংখ্যাঃ- ০৪ টি
গ্রেডঃ-  ১২ তম 
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- 
(ক) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা-ইন নার্সিং । সংশ্লিষ্ট কাজে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা । 
(খ) কোন পরীক্ষাতেই ২য় বিভাগ/শ্রেণি/জিপিএ ২.০ এর নিম্নে নয় । 


4 পদের নামঃ- জুনিয়র স্টাফ নার্স 
বেতন স্কেলঃ- ৯,৩০০-২২৪৯০/-
পদ সংখ্যাঃ- ১০ টি 
গ্রেডঃ- ১৬ তম
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ-
(ক) কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা-ইন নার্সিং ।
(খ) কোন পরীক্ষাতেই ২য় বিভাগ/শ্রেণি/জিপিএ ২.০ এর নিম্নে নয় । 


5 পদের নামঃ- ড্রেসার 
বেতন স্কেলঃ- ৮,৮০০-২১,৩১০/-
পদ সংখ্যাঃ- ০৬ টি 
গ্রেডঃ- ১৮ তম
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ-  
(ক) মাধ্যমিক/সমমানের পরীক্ষায় পাশ । সংশ্লিষ্ট কাজে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা । 
(খ) ২য় বিভাগ/শ্রেনী/জিপিএ ২.০ এর নিম্নে নয় ।


6 পদের নামঃ- মিডওয়াইফ
বেতন স্কেলঃ- ৮,৮০০-২১,৩১০/-
পদ সংখ্যাঃ- ০৯ টি 
গ্রেডঃ- ১৮ তম
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ-
(ক) মাধ্যমিক/সমমানের পরীক্ষায় পাশ । সংশ্লিষ্ট কাজে ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতা । 
(খ) ২য় বিভাগ/শ্রেনী/জিপিএ ২.০ এর নিম্নে নয় ।


7 পদের নামঃ- নিরাপত্তা প্রহরী 
বেতন স্কেলঃ- ৮২৫০-২০০১০/-
পদ সংখ্যাঃ-  ৪৬৪ টি
গ্রেডঃ- ২০ তম
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ-  ন্যূনতম অষ্টম শ্রেণী অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ । প্রার্থীদের উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ ৩২ ইঞ্চি হতে ৩৪ ইঞ্চি ও সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে ।

শর্তাবলীঃ- 

১. বর্ণিত পদের জন্য বয়সসীমা ১৭-০৪-২০২৩ তারিখে ১৮-৩০ বৎসর । বীরমুক্তিযোদ্ধা/শহীদ বীরমুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে উর্দ্ধ বয়স ৩২ (বত্রিশ) বৎসর । তবে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ০৫.০০.০০০০.১৭০.১১.০১৭.২০-১৪৯ নম্বর স্মারকের নিদের্শনা অনুযায়ী ২৫-০৩-২০২০ তারিখে যে সকল আবেদনকারীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে রয়েছে সে সকল প্রার্থীও আবেদন করতে পারবেন । 


Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়ঃ- ১৭-০৪-২০২৩ খ্রি, সকাল ১০.০০ টা হতে 

Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়ঃ- ০৭-০৫-২০২৩ খ্রি, বিকাল ৫.০০ টা পর্যন্ত ।




Applicant's কপিতে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি-বাবদ ক্রমিক নম্বর ২ও৩ এ বর্ণিত পদের জন্য ৩০০/- (তিনশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৩৪/-(চৌত্রিশ) টাকাসহ সর্বমোট ৩৩৪/- (তিনশত চৌত্রিশ) টাকা, ক্রমিক নম্বর ১ও৪ এ বর্ণিত পদের জন্য ২০০/-(দুইশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ২৩/- (তেইশ) টাকাসহ সর্বমোট ২২৩/-(দুইশত তেইশ) টাকা এবং ক্রমিক নম্বর- ৫ থেকে ৭ এ বর্ণিত পদের জন্য ১০০/-(একশত) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ১২/- (বারো)  টাকাসহ সর্বমোট ১১২/-(একশত বারো) টাকা পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন । 
বিশেষভাবে উল্লেখ্য, 
Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত  Online-এ আবেদন কোনো অবস্থাতেই গৃহিত হবে না ।


আরো বিস্তারিত জানতে নিচের ছবি গুলো দেখুনঃ- অথবা এখানে ক্লিক করুন ।


৮১৮ জনের বিশাল নিয়োগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে । বেশি সময় নাই তারাতড়ি অনলাইনে আবেদন করুন খুব সহজে । Bangladesh Power Development Board, bpdb.

৮১৮ জনের বিশাল নিয়োগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে । বেশি সময় নাই তারাতড়ি অনলাইনে আবেদন করুন খুব সহজে । Bangladesh Power Development Board, bpdb.

৮১৮ জনের বিশাল নিয়োগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে । বেশি সময় নাই তারাতড়ি অনলাইনে আবেদন করুন খুব সহজে । Bangladesh Power Development Board, bpdb.

৮১৮ জনের বিশাল নিয়োগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে । বেশি সময় নাই তারাতড়ি অনলাইনে আবেদন করুন খুব সহজে । Bangladesh Power Development Board, bpdb.











Tags:- পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ ২০২৩ সার্কুলার, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ডাক্তার নিয়োগ পরীক্ষা, বিদ্যুৎ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পরিচালক, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২৩, রংপুর পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২৩ সার্কুলার, সচিবালয় নিয়োগ ২০২৩,  ৮১৮ জনকে বিভিন্ন পদে নিয়োগ দেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন, পিডিবিতে বিশাল নিয়োগ, পদ ৮১৮, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩-৮১৮, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ, নেবে ৮১৮ জন, ৮১৮ পদে নিয়োগ দিবে পিডিবি, ৮১৮ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ৮১৮ জনের বিশাল নিয়োগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০২৩, PDB Job, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিশাল নিয়োগ, পদ সংখ্যা, ৮১৮ পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চাকরির নতুন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, ৮১৮ পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (bpdb) এ নিয়োগ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি বিজ্ঞপ্তি ২০২৩, পিডিবিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ৮১৮ | সারাদিন, ৮ম শ্রেণি পাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ, আবেদন শেষ ০৭-০৫-২৩, সরকারি চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করুন দ্রুত,বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - ৮১৮, ৮১৮ পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি ।

Post a Comment

Previous Post Next Post