একটি সরকারি চাকরির মুল্য ছিল আগে সোনার হরিণের ছেয়ে দামি । কিন্তু বর্তমান সময়ে একটি সরকারী জব হিরার হরিনের চেয়ে অনেক দামি । কারন একটা চাকরির পাওয়ার জন্য অনেক মানুষ আবেদন করে । এই দেশে জনসংখ্যা বেশি হওয়ার কারনে একটি চাকরির পোষ্ট খালি হওয়ার বীপরীতে প্রচুর বেকার লোক সৃষ্টি হয় । বাংলাদেশে লোক সংখ্যা মাত্রাতিরিক্ত কিন্তু চাকরির সংখ্যা অতিসীমিত । তবে তারাই বুদ্ধিমান যারা চাকরির পিছনে না দৌড়ায়ে নিজেই নিজের আত্নকর্মসংস্থান সৃষ্টি করে এবং পাশাপাশি অন্যর কর্মসংস্থান সৃষ্টি করে । বর্তমানে বাংলাদেশের অনেক শিক্ষিত ছেলেমেয়ে আছে যারা
উপযুক্ত জব না পেয়ে কৃষি ও খামারের দিকে নজর দিয়ে নিজে ইনকাম করতেছে ও অন্যর জন্য কাজের ব্যবস্থা করতেছে । সবাই যদি চাকরির পিছনে দৌড়ায় তাহলে দুনিয়ার বাকি কাজ করবো কে ? ধানের জমিতে ধানের চারা লাগাবে কে? তবে সবাই খুজে সহজ কাজ বেশি বেতন । আবার যাদের জব খুব দরকার তারা যত কঠিন কাজ অই হোকনা কেন তারা তাদের কাজ করে ।
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ২য় পাতা ।
আমি জানি আমার এইসব লেখা পড়ার সময় আপনার নাই, তাই আর দীর্ঘায়িত না করে পত্রিকার পাতা নিচে দিচ্ছি পড়ে নিন । ১০০% ক্লিয়ার হওয়ার পত্রিকার কাগজটি লোড নিতে সময় লাগতে পারে তাই দয়া করে সামান্য একটু সময় অপেক্ষা করুন ।
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা ১ম পাতা ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য ।